মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু বলেন, করোনা ভাইরাস (কোভিট-১৯) বিশ্ব ব্যাপী একটি মহামারী। সেজন্য সকল কে ঘরে থাকার জন্য নির্দেশনা দিয়ে আসছে। এ মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছে সকল শ্রেণি পেশার মানুষ। এমন সংকটময় পরিস্থিতি বৃত্তবান ছাড়া প্রায় লোকই মানবেতর জীবন যাপন করছে । অনেকেই লজ্জায় মুখ ফুটে বলতে পারছেনা। আমার কাছে আসতে ইতস্ত বোধ করছে। সর্বোপরি মধ্যবিত্ত, প্রবাসী, দিন মজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, ঈমাম, প্রতিবন্ধী সহ সকল শ্রেণি পেশার লোকদের কথা বিবেচনা করে আমি, আমার ইউপি সদস্য এবং স্ব-স্ব ওয়ার্ডে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ ও আমাদের দলীয় নেতা কর্মীদের মাধ্যমে তালিকা রাতের মধ্যে সংগ্রহ করে পরের দিন রান্না করার আগেই আমার পরিষদের গ্রাম পুলিশদের মাধ্যমে ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়ার ধারাবাহিতা অব্যাহত রেখেছি।
করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর পর থেকে প্রধানমন্ত্রীর উপহারের সাথে কোন প্রকার তহবিল সংগ্রহ ছাড়া নিজস্ব তহবিল থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে আসছি। তারই ধারাবাহিতায় পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের সাথে ইফতার সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়াও অব্যাহত রেখেছি। কেউ পরিষদে আসার প্রয়োজন বোধ হওয়ার আগেই চেষ্টা করছি তার ঘরে উপহার পৌঁছে দিতে।
সরকারিভাবে প্রাপ্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম থেকে প্রাপ্ত ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রীগুলো কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করেছি।
সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় এ কার্যক্রম সংকট নিরসন হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া শুরু থেকেই ব্যক্তিগতভাবে গ্রামে গ্রামে মাইকে সচেতনতামূলক প্রচারনা করা হয়।পরিষদের সদস্য , গ্রাম পুলিশ ও গ্রামের ছাত্র যুবকদের মাধ্যমে করোনা রোধে জীবাণু নাশক স্প্রে, সাবান ও লিফলেট বিতরণ সহ সচেতনতামুলক প্রচারনা চালিয়েছেন। ইউনিয়নে বাজার সমূহ নিয়মিত মনিটর করছেন। জন সমাগম যেন না হয় এবং সামাজিক দূরত্ব বজায় থাকে সে বিষয়েও মনিটরিং করছেন। কোন মানুষ যেন না খেয়ে থাকেন, সে ব্যাপারে তিনি সজাগ রয়েছেন।