মোতাহের হোসেন ইমরান :
করোনা ভাইরাসের কারণে সোনাগাজী উপজেলায় শ্রমিক সংকটে জমিতে নষ্ট হওয়ার উপক্রম হওয়া ধান কেটে দিতে কৃষকদের সহযোগিতা করছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মাঠে ধান কেটে দিয়ে তা বাড়ি পৌঁছে দিচ্ছে তারা। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ২০ এপ্রিল থেকে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ এ কার্যক্রম শুরু করেছে। গত ৫দিনে সোনাগাজীর ০৮ জন কৃষকের ৫০৪ শতক জমির ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের কৃষক আবুল বসর বলেন, ছাত্রলীগ শুধু রাজনীতি করে না এরা সব কাজের কাজী। আজ যদি ছাত্রলীগ আমার ধান কেটে না দিত তাহলে শ্রমিকের অভাবে হয়তো আমার ধান পানিতে তলিয়ে যেত। আমি ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।
সোনাগাজী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মীর এমরান বলেন, অসহায় কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি আমরা। যাদের পাকা ধান জমিতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে তাদের সহযোগিতা করছি, ধান কেটে দিচ্ছি। বাড়িতে পৌঁছাতেও সহযোগিতা করছি।
সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন বলেন, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সোনাগাজী উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে কৃষকের ধান কেটে ঘরে তুলতে সহযোগিতা করছে ছাত্রলীগ। মাঠের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে। এখনও সব এলাকায় ধান পাকতে শুরু করেনি। যেসব এলাকায় পেকেছে সেসব এলাকার কৃষকদের সহযোগিতা করছি। মাঠে যতদিন ধান থাকবে আমাদের এ কার্যক্রম চলবে। নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে কোনো এলাকায় যদি কোনো কৃষক সমস্যায় পড়েন তাহলে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য।
সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ও সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন ছাত্রলীগের এ ধরনের প্রশংসনীয় কর্মকান্ডের জন্য উপজেলা ছাত্রলীগ কে ধন্যবাদ জানিয়েছেন।