পেয়ার আহাম্মদ চৌধুরী, পরশুরাম প্রতিনিধিঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটময় পরিস্থিতি এবং অাসন্ন পবিত্র রমজান উপলক্ষে পরশুরাম উপজেলায় দরিদ্র অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অালাউদ্দিন অাহমেদ চৌধুরী নাসিম'র পরিবার।
অাজ মঙ্গলবার(২১ এপ্রিল) সকালে তাদের নিজ বাসস্থল উপজেলার গুথুমা চৌধুরী বাড়িতে ইফতার সামগ্রী বণ্টন কাজের অানুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন অাহমেদ চৌধুরী সাজেল।
পৌর মেয়র বলেন, চৌধুরী পরিবারের সন্তান অালাউদ্দিন অাহমেদ চৌধুরী নাসিম ও জালাল উদ্দিন অাহমেদ চৌধুরী পাপ্পু ভাইয়ের সার্বিক সহযোগীতায় প্রতিবছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য অনেক লোক কর্মহীন হয় পড়েছে।এমতাবস্থায় অাসন্ন রমজানে সমাজের নিম্নবিত্তদের পাশাপাশি কর্মহীন মধ্যবিত্ত শ্রেণিদের বিশেষ গুরুত্বের সহকারে নিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
সাজেল বলেন, ১ম ধাপে অামরা উপজেলার ৩০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করব।রমজানে জুড়ে এটি অব্যহত থাকবে।
পরশুরাম ছাড়াও চৌধুরী পরিবারের পক্ষ থেকে জেলার অন্যান্য উপজেলায়ও ইফতার সামগ্রী বিতরণের কথা জানান মেয়র।
এসময় জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল হোসেন মহিম, স্থানীয় কাউন্সিলর শাহাদাত হোসেন লিটন, এনামুল হক এনাম ও উপজেলা ছাত্রলীগের অাহবায়ক জমির উদ্দিন ভাবন উপস্থিত ছিলেন।