মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে কৃষকের পাকা ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে একাধিক কৃষকেের ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগ।
মহামারি করোনায় শ্রমিক সংকটের কারনে মাঠ থেকে পাকা ধান ঘরে তোলা নিয়ে ছিলেন দুশ্চিন্তায়। অবশেষে এই কৃষকের দুশ্চিন্তা দূর করতে সকাল থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী তার জমিনে ধান কাটা শুরু করেন।
সোনাগাজী চর দরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজার সংলগ্ন এলাকায় কৃষক সাহাব উদ্দিন জমিতে ধান চাষ করেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর এমরানের নেতৃত্বে ২ দলে ৩০ জন করে জন নেতাকর্মী ধান কাটায় অংশ নেয়। জেলা ছাত্রলীগ সভাপতি এম. সালাহউদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার ছুটে গিয়ে মাঠে ধান কাটায় অংশ নেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন বলেন, আমাদের উপজেলার বেশির ভাগ কৃষকই বর্গাচাষি। এ মহামারিতে বদলা দিয়ে ধান কেটে ঘরে তোলা খুব কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে। আর এ ক্লান্তি লগ্নে কৃষকের ফলন কেটে ঘরে তুলে দেয়ার প্রত্যয়ে এক ঝাক ছাত্রলীগ কর্মী মাঠে কাজ করছে। তাছাড়া এবার ফলনও ভালো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। এই দুঃসময়ে প্রত্যেকের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো। কোন প্রকার বিনিময় ছাড়াই সোনাগাজী এলাকা ব্যাপী গরিব কৃষকদের ধান কেটে দেয়া কার্যক্রম অব্যাহত থাকবে।
উপরিস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঞা ফাহাদ, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল হক শাহিন, পৌর ছাত্রলীগ নেতা শাহিন আলম প্রমুখ।