ইয়াছির আরাফাত রুবেল: ফেনীর ফুলগাজী উপজেলার ৫নং আমজাদহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. হাবিব উল্ল্যাহ (৭৬) নিজ মালিকীয় জায়গার উপর ঘর নির্মাণ করতে গেলে প্রতিবেশি মৃত আবুল কাশেম মজুমদার গং কর্তৃক বাঁধা প্রদান সহ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদান করেন। এর প্রতিকার চেয়ে গত ২০ ফেব্রয়ারী ফুলগাজী থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন মুক্তিযোদ্ধ মো. হাবিব উল্ল্যাহ। মুক্তিযোদ্ধ মো. হাবিব উল্ল্যাহ ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের পরপরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট থেকে ফুলগাজীর খাজুরিয়া মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ৫৩১ দাগে, নাল জমি ২৬ শতক সম্পত্তি আবুল কাশেম গংদের নিকট এজবদল করে বর্তমানে বিএস খতিয়ান নং-৩৭০, দাগ নং-১৪০০/১৪০১, ০২ দাগের আন্দরে ২৮ শতক ভূমি নেন। মুক্তিযোদ্ধ মো. হাবিব উল্ল্যাহ ওই ২৮ শতক ভূমির উপর ঘর নির্মাণ করতে গেলে মৃত আবুল কাশেম মজুমদারের ছেলে মো. নিজাম উদ্দিন মজমুদার (৬০), মো. আক্তার হোসেন মজুমদার (৭০) ও মো. আবুল হাসেম মজুমদার (৭৫) বাধা প্রদান করেন এবং উক্ত জায়গায় ঘর নির্মাণের চেষ্টা করলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। মুক্তিযোদ্ধ মো. হাবিব উল্ল্যাহ আরো জানান, তিনি মহান মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে মেজর জিয়ার সাথে মুক্তিযুদ্ধে অংশ নেন। ওই সময় তিনি ট্যাংক বিধ্বংশী অস্ত্র চালাতেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া মুক্তিযোদ্ধার সব ধরণের সুযোগ-সুবিধাও ভোগ করছেন। তার একমাত্র ছেলেকে দেশসেবায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)তে নিয়োজিত করেছেন। এখন সে নিজ সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে একটি কুচক্রি মহল তার কাছে অনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যে হয়রানি করছে। তিনি যেন বিনা বাধায় তার নিজ সম্পত্তিতে ঘর নির্মাণ করতে পারে সেজন্য ফেনী জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।