
এফ এ শামীমঃ- ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদরাসা'র সাবেক শিক্ষক, আলেম সমাজের অহংকার মাওলানা বজলুর রহমানের জেষ্ঠ্য পুত্র, মাওলানা হাবিবুর রহমানের শ্রদ্ধেয় পিতা মাওলানা আবু তৈয়ব (আবু মৌলবী)-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রৌশন ফকির দরগাহ মাদরাসা। বার্ধক্যজনিত কারণে রবিবার সকাল ৯টা ২০মিনিটে মাওলানা আবু তৈয়ব তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রৌশন ফকির দরগাহ মাদরাসা'র সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) সম্পাদক ও পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার স্যার, মাদরাসা অডিট কমিটির প্রধান হাফেজ বেলাল হোসেন, মাদরাসা অডিট সদস্য মোঃ ইসরাফিল মজুমদার প্রমুখ। মাওলানা হাবিবুর রহমানের পিতা সদ্য প্রয়াত মাওলানা আবু তৈয়ব সাহেবের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেন রৌশন ফকির দরগাহ মাদরাসা'র সুপার হাফেজ মাওলানা আবদুল হক নোমানী। রবিবার এক শোক বার্তায় প্রয়াত মাওলানা আবু তৈয়ব সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রৌশন ফকির দরগাহ মাদরাসা পরিবার। শোকবার্তায় বলা হয়, মাওলানা আবু তৈয়ব সাহেবের মৃত্যুতে রৌশন ফকির দরগাহ মাদরাসা'র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে কায়মনোবাক্যে দোআ কামনা করছি, মহান রব মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।