বিশেষ প্রতিনিধি। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে সহায়ের ভালোবাসায় মুগ্ধ ফেনী পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। যারা শহরকে নিয়মিত পরিচ্ছন্ন রেখে চলার পথ কে সুন্দর রাখছে, জীবাণুুুমুক্তকরে পরিচ্ছন্ন শহর হিসেবে তিলে তিলে গড়ে তুলছে ফেনী শহরকে, পৌরসভার সেইসব পরিচ্ছন্নতা কর্মীদের বিশ্ব ভালবাসা দিবসে ফুলেল শুভেচ্ছা ও দুপুরের খাবার বিতরণ করেছে সহায় সংগঠন। সেচ্ছাসেবী সংগঠন সহায় সভাপতি মনজিলা আক্তার মিমির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী বিএমএ'র সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম কাওসার। সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক নাজমুল হোক শামীম'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর সভার সচিব খাঁন মো. ফারাবী, মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ পদ সাহা, বির মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের,ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ফেনী জেনারেল হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাঃ নুরুল আবছার মামুন, ফেনী মডেল থানা পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আলী, সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এন এন জীবন, সহায়ের উপদেষ্টা মাহিনুর জাহান লাবনী। স্বাগত বক্তব্য রাখেন সহায় সদ্যস মাজেদুল হক রিমন, শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সরওয়ার হোসেন। উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন , ডেইলি ট্রাইবুনালের ফেনী প্রতিনিধি মোস্তফা কামাল বুলবুল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি জাফর উল্ল্যাহ, ফেনী মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম, ফেনী জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন'র সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ নিলয়, সহায় সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল তালুকদার, সহয়'র সহ-সভাপতি ইয়াছির আরাফাত রুবেল, প্রমুখ। যেখানে ভালবাসা দিবস ঘিরে উৎসব আমেজ থাকে সবত্র, সেখানে এসব পরিচ্ছন্নতা কর্মী দের নিয়ে বাবার সময় কোথায় এই যান্ত্রিক শহরের তাদের আগের অবস্থানে থেকেই পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে। এসব ভাবনা থেকে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছিল ফেনীর সামাজিক মানবিক সেচ্ছাসেবী সংগঠন সহায়। ব্যতিক্রমী এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির প্রধান সমন্বয়ক মনজিলা মিমি বলেন '' এ পরিচ্ছন্নতা কর্মীরাই সত্যিকারের নায়ক, যারা দিন রাত জেগে শহরটিকে পরিচ্ছন্ন করে চলছেন। আমরা গর্বিত তাদের সাথে সুখ দুঃখের ক্ষানিকটা সময় ভাগ করতে পেরে।'' অনুষ্ঠানে ফেনী পৌরসভার আড়াই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী,সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদ্যসরা উপস্থিত ছিলেন।