মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ শীতের পিঠা, ভারি পিঠা’ এই স্লোগান নিয়ে সোনাগাজী চর দরবেশ ইউনিয়নে অনুষ্ঠিত হলো শীতের পিঠা উৎসব। বৃহস্পতিবার সকালে চরসাহাভীকারী দাখিল মাদ্রাসা মাঠে চর দরবেশ ইউনিয়ন পরিষদের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেন, চর দরবেশ ইউনিয়ন যুব লীগের সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন লিটন। পিঠা উৎসবে ১০ টি পিঠার স্টল নিয়ে বসেছে চরদরবেশ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এসব স্টলে রয়েছে হৃদয় হরণ পিঠা, পাটিসাপটা, জামাই পিঠা, নারিকেল পুলি, ডালপুরি, দুধ চিতই, মালাই সাপটা, গোলাপ পিঠা, গোলাপ কুমারি পিঠা, দিলসাম, ঝাল পিঠা, নকসী পিঠা, দুধ খেজুর ও ভাপা পিঠা সহ প্রায় অর্ধশত রং বেরঙের পিঠা। স্টলগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এসময় উপস্থিত ছিলেন, এস আই এস ডি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন,চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, চর সাহাভিকারী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আবদুর রাজ্জাক, চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান খাইরুল ইসলাম, সহকারী শিক্ষক সালাউদ্দিন, আবদুর রহমান, আর আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল্যাহ, উত্তর চর সাহাভিকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুপাল চন্দ্র দাস, ছাত্রলীগ নেতা ওমর ফারুক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, অভিভাবকগন ও শিক্ষার্থীরা।