ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে মহিউদ্দিন আহমেদ সভাপতি, তাহমিনা আক্তার সহ-সভাপতি, কাজী মোজাহেরুল ইসলাম সচিব ও হাসিনা আক্তার কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। ৩০ জানুয়ারি ফেনীর মহিপাল এলাকায় ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের বোর্ড কক্ষে সমিতির বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সদ্য বিদায়ী সভাপতি কামরুন নাহারের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন সমিতির নির্বাহী প্রকৌশলী ইদ্রিছ আলী। এ সময় বোর্ড সভায় সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আখতার হোসেন সহ সকল পরিচালকেরা উপস্থিত ছিলেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নির্বাহী প্রকৌশলী ইদ্রিছ আলী নির্বাচন পরিচালনা ও নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।