দিদার মজুমদারঃ ফেনীর ধলিয়া এলাকার সাড়াসিয়া গ্রামের অসহায় গৃহহীন বিবি খোদেজাকে রোটারী ক্লাব অব ফেনী অপরূপা একটি থাকার ঘর ও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দিল। ১৮ অক্টোবর ২০১৯ দুটি স্থায়ী প্রকল্প উদ্বোধন করেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের সম্মানিত গভর্নর লেঃ কর্ণেল অবঃ এম আতাউর রহমান পীর। গভর্নর রোটারী ক্লাব অব ফেনী অপরুপার এ মানব সেবার ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এজাতীয় কাজে এগিয়ে আসার আহবান জানান। ক্লাব প্রেসিডেন্ট গোলাম সারওয়ার কামরুলের সভাপতিত্বে ও ডেপুটি গভর্নর একেএম সাইফুল ইসলাম মজুমদার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি মিসেস ফিরোজা রহমান, গভর্নর প্রিন্সিপাল এইড ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি ডেজিগনেট জালাল উদ্দীন বাবলু, ডিস্ট্রিক্ট ট্রেনিং টীম সদস্য সামছুল হক দিপু, পদ্মা জোন প্রধান মোস্তফা আজিজুম মনির, এসিস্ট্যান্ট গভর্নর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট গভর্নর ফজলুল হক বাবলু, এসিস্ট্যান্ট গভর্নর এহসানুল হক, গভর্নর স্পেশাল এইড ও বিশিষ্ট সংগঠক সেফায়েত উল্লাহ, ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট আবুল কাসেম। এসময় উপস্থিত ছিলেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট মোঃ ফজলুল হক ও ক্লাব সেক্রেটারি প্রভাষক মহিউদ্দিন। উক্ত গ্রামে গতবছরও এক অসহায় পরিবারকে একটি ঘর নির্মাণ করে দেয় রোটারী ক্লাব অব ফেনী অপরূপা।