এস এম সায়েম ঃ ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ডের রামপুর সৈয়দ বাড়ী রাস্তার পাশে পিডিবির অফিস কর্তৃপক্ষের অবহেলায় পড়ে রয়েছে ভাঙা বৈদ্যুতিক খাম্বা। সৈয়দ বাড়ী জামে মসজিদের পাশে রাস্তার প্রায় মাঝ বরাবর বৈদ্যুতিক খাম্বাটি দীর্ঘদিন যাবত ভেঙে হেলে আছে। বার বার মৌখিকভাবে বলার পরও অফিস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান,বেশ কয়েকবার বিদ্যুত অফিসে গিয়ে মৌখিকভাবে জানানো হয়েছে।কিন্তু অফিস কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।স্থানীয় লোকজন খাম্বাটিকে বিপদমুক্ত করার জন্য দড়ি দিয়ে টেনে পাশে নির্মাণাধীন ঘরের রডের সাথে বেধে রাখে। সেটাও কোনো স্থায়ী সমাধান নয়। তারপরও যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।সৈয়দ বাড়ী জামে মসজিদ কমিটির সেক্রেটারি কামাল উদ্দিন জানান,মসজিদে চালু রয়েছে সকাল বেলা ও বিকালবেলা মক্তব। ছোট ছেলেমেয়েরা এই পথ দিয়ে প্রতিদিন মক্তবে আসে।
ক্রবার জুমার দিন মসজিদে জায়গা কম থাকায় রাস্তায় মসল্লিরা নামাজ আদায় করে। খাম্বাটি ভেঙে মাটিতে পড়লে হাই ভোল্টেজের তার ছিড়ে হতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তিনি আরও জানান, স্থানীয় লোকজন বিদ্যুত অফিসে মৌখিকভাবে অভিযোগ দেয়ার পরও কোনো কাজ হয়নি।পরবর্তীতে আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে চলতি মাসের ৩ তারিখে লিখিত অভিযোগ দিই।অফিস কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছেন, চলতি মাস বা তার পরের মাসেই খুটিটি পরিবর্তন করা হবে। এ ব্যপারে পিডিবির ফেনী অফিসের সহকারী প্রকৌশলী আবুল হোসেনের সাথে আলাপ করলে তিনি জানান, বৈদ্যুতিক খাম্বা ভাঙার বিষয়টি তারা জেনেছেন। আগামী সপ্তাহের মধ্যে এটি পরিবর্তন করা হবে।