দিদার মজুমদারঃ ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি তে জিপিএ ৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গত ৫ অক্টোবর শনিবার ফেনী গার্লস ক্যাডেট কলেজ মিলনায়তনে বিকেল ৩ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিস, বিপিপি,পিএসসি,এটিসি।এতে আরো বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক ও গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের সচিব মিসেস বদরুন নাহার,ফেনী গার্লস ক্যাডেট কলেজ লেডিস ক্লাবের সভানেত্রী মিসেস তাহমিনা পারভীন,সাপ্তাহিক হাকার্স পত্রিকার শহর প্রতিনিধি দিদার মজুমদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,ছাত্র/ছাত্রীদের অভিভাবকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক জনাব তাসলিমা আক্তার এবং মিঠুন চন্দ্র দাস।অনুষ্ঠানে ২০১৯ সালের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী ১৫৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় মেধা স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কার প্রদান করা হয়।এছাড়াও পিএসসি,জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল থেকে ২০১৮ সালের পিএসসি পরীক্ষায় ৪৬ জন ও জেএসসি পরীক্ষায় ২ জন এবং ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ২ জিপিএ-৫ অর্জন করে।পুরস্কার প্রদানের আগে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত গান ও নৃত্য উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ।প্রধান অতিথি মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে অংশগ্রহণ করা সকল পাবলিক পরীক্ষায় শতভাগ পাশ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সাংবাদিকদের বক্তব্যও শুনেন প্রধান অতিথি।একজন শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে আগামী ১ নভেম্বরের মধ্যে স্কুলে একটি কম্পিউটার ক্লাব উদ্ভোদনেরও ঘোষণা দেন প্রধান অতিথি।