দিদার মজুমদারঃ "আলোকিত নাগরিক গড়ার কার্যক্রম" শিক্ষিত হই,কর্মদক্ষতা বাড়াই- এই শ্লোগানকে সামনে রেখে ফেনী গার্লস ক্যাডেট কলেজের আয়োজনে তিনমাস ব্যাপি ভিন্নধর্মী একটি শিক্ষা কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। ২৬ সেপ্টেম্বর বৃহঃবার ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের একাডেমিক ভবনে এই সমাপানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দিনের অনুষ্ঠান সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিস,বিপিপি,পিএসসি,এটিসি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ মোঃ লোকমান হাকিম, ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত এডজুটেন্ট মোহাম্মদ রাশেদুজ্জামান, আলোকিত নাগরিক গড়ার কার্যক্রমের প্রধান সমন্বয়ক ওসমান গনি, ডিবিসি চ্যানেলের ফেনী জেলা প্রতিনিধি ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভূঞা, ফেনীর তালাসের সম্পাদক সৌরভ পাটোয়ারি, সাপ্তাহিক হকার্স পত্রিকার শহর প্রতিনিধি ও আমাদের বাংলাদেশের জেলা প্রতিনিধি দিদার মজুমদার,চিত্র সাংবাদিক দুলাল তালুকদার সহ ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষকবৃন্দ ও আগত মেহমানবৃন্দ। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন এই শিক্ষা কার্যক্রমটি সম্পূর্ণ নতুন এবং প্রথম,আগামীতে এই কার্যক্রমটি আরেকটু বড় পরিসরে করার চেষ্টা করব। জানা যায় এই শিক্ষাকার্যক্রমটি শুরু হয় তিনমাস পূর্বে। ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে এই শিক্ষা কার্যক্রমের পরিচালনা ও পাঠদান করেন ফেনী ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের শিক্ষক আকবর হোসেন ও শিব্বির আহমেদ । নিরক্ষরদের হাতে তুলে দেন প্রাথমিক অক্ষর জ্ঞান। মোটামুটি লিখতে এবং পড়তে পারেন এখন এই কার্যক্রমে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।আলোচনা শেষে প্রধান অতিথি অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।