দিদার মজুমদারঃ বিশিষ্ট সমাজসেবক জাতীয় পুরষ্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি মরহুম মাহবুব-উল-হক পেয়ারার ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ডায়াবেটিস নির্ধারণ কর্মসূচি পালন করেছেন মরহুম মাহবুব-উল-হক পেয়ারা ফাউন্ডেশন।সকাল ১১ টায় শহরের মিজান রোডস্থ গ্যান্ড হক টাওয়ারের সামনে এই মহতী অনুষ্ঠানের উদ্ভোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী পৌরসভার মেয়র হাজ্বী আলা উদ্দিন।এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন,গ্র্যান্ড হক টাওয়ারের সন্মানিত চেয়ারম্যান বাহা-উল-হক শায়ের,মাহবুব-উল-পেয়ারা ফাউন্ডেশনের সমন্বয়কারী ইমন-উল-হক ইমন ,সাপ্তাহিক হকার্স পত্রিকার শহর প্রতিনিধি দিদার মজুমদার,ফেনী সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মনসুর আহমদ,ফেনী বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের শিক্ষক জাকারিয়া ফারুক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুবচন নাট্য সংগঠনের প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন সায়মুম,সামাজিক সংগঠন ইউনিটি ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি এম,কে আর সুর্য্য সহ মাহবুব-উল-হক পেয়ারা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।উক্ত দিনব্যাপী আয়োজনে ছিল সবার জন্য বিনামূল্যে ডায়াবেটিস নির্ধারণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।এই আয়োজনে সার্বিক সহযোগীতা করেছেন জয়নাল আবেদিন ব্লাড ব্যাংক।