দিদার মজুমদারঃ ফেনী শহরে যানজট নিরসন,ফুটপাত হকার মুক্তকরণ,বড় বাজারে ড্রেন ও সড়ক পূর্ণনির্মান করণ,ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন সহ ব্যবসায়ীরদের বিভিন্ন সমস্যা ও এর থেকে উত্তরণ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৭ সেপ্টেম্বর রবিবার ফেনী বড় বাজারে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় ফেনী শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজ্বী আবুল কাশেম এর সভাপতিত্বে এবং ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজ্বী আলাউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার সহ প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে পৌরসভার মেয়রের নিকট জোর দাবি উপস্থাপন করেন।এক ব্যবসায়ী জানান ফেনী শহরে বিভিন্ন স্থানে ট্রেড লাইসেন্স না নিয়েই বিরিয়ানী কিংবা তেহরি তৈরি করে বিক্রি করে যা প্রকৃত ব্যবসায়ীগন ক্ষতির সম্মুক্ষে পড়ছেন।তিনি আরো জানান ব্যবসায়ীরা সব সময় পৌর ট্রেড কর সময় মত পরিষদ করেন এবং দোকান ঘরে বিভিন্ন অংকে জামানত জমা দিয়ে ঘর ভাড়া বিদুৎ বিল প্রদান করেন কিন্তু হকাররা তারা ফুটপাতে সহজ ভাবে তৈরি করে বিক্রি করায় ব্যবসায়ীরা স্থায়ী ক্ষতির সম্মুক্ষিন হচ্ছে তা নিরসনে মেয়রের নিকট দাবি পোষন করেন।আরেক ব্যবসায়ী জানান স্টেশন রোডে বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয় এবং এই জলাবদ্ধতার কারনে তারা ব্যবসা পরিচালনা করতে পারছে না।এই সড়কটিতে জলাবদ্ধতা নিরসনের ব্যাপারেও সহযোগীতা চেয়েছেন ব্যবসায়ীবৃন্দ।এছাড়াও মতবিনিময় সভায় ব্যবসায়ীবৃন্দরা ফেনী বড় বাজারে বিভিন্ন স্থানে ময়লা সমস্যা সমাধান ও নিষ্কাশনের এবং শহরের যানজট নিরসন,হকার মুক্তকরণ বিষয় নিয়ে ব্যবসায়ীরা সহযোগীতা কামনা করেন।ব্যবসায়ী ও সাংবাদিকদের উদ্দ্যশ্যে মেয়র হাজ্বী আলাউদ্দিন বক্তব্যে বলেন ফেনী শহরে প্রথম থেকেই চেষ্টা করা হচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে,কিন্তু জনগন সচেতন না হলে উন্নয়ন করা কোনভাবেই সম্ভব নয়।শহর এলাকায় বিভিন্ন স্থানে নির্দিষ্ট কিছু ডাষ্টবিন ছিল স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী কিংবা আবাসিক মহলের মালিক সে সব ডাষ্টবিন ভেঙ্গে ফেলেছে তাহলে এই ময়লা ফেলবে কোথায়,নতুন ভাবেও ডাষ্টবিন তৈরি সম্ভব হচ্ছে না কেউও নিজ ঘর দোকানের সামনে প্রতিস্থাপন করতে দেয় না।জোর করে তো সম্ভব নয় পৌরসভা ডাষ্টবিন তৈরি করবে।আপনারা নিজ নিজ অবস্থান থেকে ছোট্ট একটি বক্স রাখুন সেখানে ময়লা রাখুন আমার লোক এসে ময়লা নিবে।কিন্তু আপনারা তা না করে ময়লা ফেলছেন ড্রেনে তাহলে জলাবদ্ধতাতো তৈরি হবেই।পৌরসভা বার বার পরিষ্কার করবে তা কোন সমাধান নয়,আপনারা ময়লা ডাষ্টবিনে ফেলুন ড্রেনে ফেলবেন না সচেতন হোন এটাই সমাধান।এর পর যানজট নিয়ে বললেন বার বার রিক্সা চালক মালিকদের নিয়ে ৪০ বারের উপর মতবিনিময় সভা করেছি তাদের বুঝিয়েছি রাস্তার বামে চলার জন্য কিন্তু আইন ভঙ্গ করে ডান পাশে চলে।মালিক পক্ষদয় কেও বার বার বলা সত্বেও মানছে না আইন,শুধু রিক্সার দোষ দিলেতো হবে না রাস্তায় যদি মোটর বাইক যত্রতত্র রাখা হয় তাহলে রিক্সা চলবে কোন পথ দিয়ে বলতে পারেন বলেও প্রশ্ন রাখেন।তিনি আরো জানালেন কিছুদিন পর শহরের সিএনজি গুলো সরিয়ে নেয়া হবে।বড় মসজিদের সিএনজি সরিয়ে দাউদপুর,থানার সামনের সিএনজি কুমিল্লা বাসস্টপ যাবে।আর শহর এলাকায় কালার কিছু সিএনজি নামবে যা শুধু মাত্র শহর এলাকায় চলবে আশা করি যানজট সমস্যা সমাধানে অনেক ভূমিকা রাখবে।এছাড়াও পৌরসভার মেয়র হাজ্বী আলাউদ্দিন বলেন পৌর ট্রেড কর জনগন ফাঁকি দিচ্ছে,ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন গোপন করে কর কম দিচ্ছে ফলে দেশ রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হচ্ছে তিনি এসব বিষয়ে ব্যবসায়ীদের সঠিক কর প্রদান করে পৌরসভাকে সহযোগীতা করারও আহবান জানান।