পেয়ার আহাম্মদ চৌধুরীঃ→ পরশুরামে নকল,ভেজাল মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর এর আয়োজনে পরশুরাম উপজেলা কেমিস্ট্স্ এন্ড ড্রাগিষ্ট্স্ সমিতির সহযোগিতায় ১৯ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের সহ-সভাপতি শংকর পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ড্রাগ সুপার সালমা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃআবদুল খালেক মামুন। সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছেলেন সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম সহ উপজেলার ৬৫ টি ফার্মেসীর মালিকগন এসময় উপস্থিত ছিলেন। অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন, ঔষধ ব্যবসায় শুধু একটি ব্যবসা নয়, এটি মানবসেবাও বটে। তাই রোগীর ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। এজন্য দোকানে কোন প্রকার নকল ভেজাল বা রেজিষ্ট্রেশনবিহীন কোন প্রতিষ্ঠানের ঔষধ রাখা যাবে না। এন্টিবায়োটিকের ব্যবহারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এছাড়া প্রতিনিয়ত তদারকি করে মেয়াদোত্তীর্ণ ঔষধ সরিয়ে ফেলতে হবে। জীবন বাঁচাতে আসা রোগীরা নকল-ভেজাল-মেয়াদোত্তীর্ণ ঔষধ খেয়ে উল্টো জীবনহানী না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তাই মেয়াদোত্তীর্ণ ঔষধ আলাদা কন্টেইনারে লাল কালি দিয়ে ‘মেয়াদোত্তীর্ণ ঔষধ, বিক্রির জন্য নয়’- এটি লিখে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি দ্রুতই সেগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করতে হবে।