মোতাহের হোসেন ইমরান : ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাগাজী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সোনাগাজী ছাবের সরকারি পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে তিনদিন ব্যাপী (২৪-২৬আগষ্ট) ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল পারভেজের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসনের সাংসদ লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবদা নাহার মিলি, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মফিজুল হক। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, আল-হেলাল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল হক, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ শফিউল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইস্কান্দার হানিফ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন মজুমদার, সোনাগাজী ছাবের সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, কৃষক আবুল কাসেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আকরাম উদ্দিন। অনুষ্ঠান শেষে অতিথিরা ২০১৯ ফলদ বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।