পিএসডি গ্রাফিক্স এর স্বত্ত্বাধিকারী, সাপ্তাহিক হকার্স এর সম্পাদনা সহযোগী ও মিলন অফসেট প্রেস এর গ্রাফিক্স ডিজাইনার সাধন নাথ এর শ্বশুর মাস্টার নারায়ণ নাথ (৬৬) গত বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১ ঘটিকায় নিজ বাড়িতে পরলোকগমন করেন। পরদিন শুক্রবার পারিবারিক শ্বশ্মনে তাকে শ্বশ্মানস্থ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। স্বর্গীয় নারায়ণ নাথ কাজিরবাগ ইউনিয়নের উপেন্দ্র মাস্টার বাড়ির মাস্টার উপেন্দ্র কুমার নাথের বড় ছেলে। স্বর্গীয় নারায়ণ নাথ এর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট তাঁর আত্মার সদগতি কামনায় আর্শিবাদ চেয়েছেন।