ফেনীতে পাঁচদিন ব্যাপী অলিম্পিক সলিডারিটি কোর্স বৃহস্পতিবার (১১জুলাই) সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি থেকে কোর্স উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি’র) পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সার্বিক তত্ত্বাবধানে দেশের ক্রীড়া সংগঠকদের প্রশাসনিক বিষয়ে ধারণা দেয়া ও বিশ^ব্যাপী অলিম্পিকি প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করার লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুজন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। প্রবীণ ক্রীড়া সংগঠক গোলাম হায়দার মজুমদারের সঞ্চালনায় কোর্স পরিচালনা করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক কাজী মাইনুজ্জামান ও বাংলাদেশ সরকারের বহিগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মো. মাহফুজুর রহমান সিদ্দিক্কী। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সাংবাদিক শওকত মাহমুদ, দিলদার হোসেন স্বপন ও এম. এমরান পাটোয়ারী প্রমুখ। প্রশিক্ষণে ফেনীর ৫জন মহিলা ও ২০জন পুরুষ ক্রীড়া সংগঠক অংশ গ্রহণ করেন।