দিদার মজুমদারঃ ফেনী শহরের শান্তি কোম্পানি রোডস্থ বাড়ী ও ভবন মালিকদের সম্মিলিত প্রয়াসে গতকাল ৭জুলাই রাত টায়, শান্তি নিকেতন ইনস্টিটিউট মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কেবিএম জাহাঙ্গীর আলম। বর্তমান প্রেক্ষাপটে মানুষের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার অবনতি হওয়ায় এলাকার সর্বসাধারণ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সর্বসম্মতিক্রমে কেবিএম জাহাঙ্গীর আলমকে আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট 'শান্তি পাড়া সামাজিক কল্যাণ কমিটি" গঠন করে। এলাকার নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা রক্ষা করা, মাদক ও ইভটিজিং এর ভয়াবহতা প্রতিরোধসহ শিক্ষা, ক্রীড়া, সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকান্ড ও বসবাস উপযোগী পরিবেশ গড়ে তোলাই এমন উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ঘোষিত কমিটির আহবায়ক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কেবিএম জাহাঙ্গীর আলম। দলমত নিবির্শেষে জনপ্রতিনিধি ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন এলাকাবাসী। মহল্লার কিশোর বয়সী অাগামী প্রজন্মকে যোগ্য মানুষ হিসেবে বেড়ে উঠতে সুযোগ সৃষ্টিও অন্যতম লক্ষ্য বলে অভিমত প্রকাশ করেন কমিটির একাধিক সদস্য।