দিদার মজুমদরঃ ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কর্তৃক অধিক মুনাফা লোভে মাত্রাতিরিক্ত ডায়ালাইসিসে রোগীর মৃত্যু ও মৃতদেহ আইসিইউতে রেখে ভূয়া বিল আদায়ের প্রতিবাদ করায় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমার বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ।এই হয়রানিমূলক মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবীতে ফেনীতে গত ৫ জুলাই শুক্রবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি ও এনজিও ফেনী জেলা শাখার কর্মিরা মানববন্ধন করেছে।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ফেনী জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান রাজু,সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আফজাল উদ্দিন রাসেল,উপদেষ্টা মোঃ হুমায়ন কবির সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।মাননবন্ধনে হাসপাতাল কর্তৃক সাধারণ মানুষের হয়রানী অধিক মুনাফা লাভে রোগীদের স্বজন থেকে অধিক অর্থ আদায় ও মৃতদেহ আইসিইউতে রেখে ভূয়া বিল করার প্রতিবাদ জানাতে গিয়ে সৃষ্টি হিউম্যান রাইটস এর চেয়ারম্যানের বিরুদ্ধে যে মিথ্যা ও হয়রানীমূলক মামলা করেছে তার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানববন্ধনকারীরা।এসময় তারা অনতিবিলম্বে দ্রুত মামলাটি প্রত্যাহারেরও জোর দাবি জানান।