ফুলগাজী প্রতিনিধি :- গত কয়েকদিনের টানা বর্ষনে উজান থেকে নেমে আসা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে উক্ত পানি গার্ডার এর কারনে বাধা পেয়ে উজানে ফুলগাজী বাজার এর পুরাতন শ্রীপুর রোডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে পানি উপচে পড়ে বাজার প্লাবিত হয়। এতে প্লাবিত হয় ফুলগাজী বাজার এর শ্রীপুর রোড, পুরাতন সড়ক ও বাজারের প্রধান সড়ক ফেনী পশুরাম আঞ্চলিক সড়ক। তাৎক্ষণিক সময় বিভিন্ন দোকানপাট তাদের মালামাল সরিয়ে নেয়া শুরু করেছে এবং শ্রীপুর রোডে অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বাজারের পূর্ব দিকে পানি উন্নয়ন বোর্ডের একটি সুইচগেট ছিল উক্ত সুইচগেট দিয়ে পানি প্রবেশ করে বাজার প্লাবিত হয়। কিন্তু সুইচগেট দীর্ঘদিন যাবত খোলা থাকার কারণে মরিচার কারনে সুইজগেট কাজ করছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সরোজমিনে গিয়ে তদন্ত করে পানি উন্নয়ন বোর্ড কে অবগত করেছেন উক্ত সুইচগেইটটি ঠিক করে পানি বন্ধ করার জন্য।