পেয়ার আহাম্মদ চৌধুরী,পরশুরামঃ
পরশুরামে সিএনজি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়াররা দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হলেও অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। আটককৃত দুই জনকে শুক্রবার সকালে পুলিশ জেলজাজতে প্রেরন করে।
মামলার এজহার সুত্রে জানা গেছে, গত ২৭জুন রাত ৮ টার দিকে পরশুরাম কোলাপাড়া বিয়েতে যাওয়ার কথা বলে ফেনী শহরের মিজান রোড থেকে সিএনজি রিজার্ভ ভাড়া করে। সিএনজি চালক হানিফ পরশুরামের কোলাপাড়া হয়ে বাঁশ পদুয়া ব্রিজের উপর পৌছলে সিএনজি চালক প্রাকৃতিক কাজ সারানোর জন্য ব্রিজের উপর গাড়ী থামিয়ে পাশের জমিতে নামে। এময় ছিনতাইকারীরা সিএনজি চুরি করে নিয়ে যাবার চেষ্টা করে। চালকের চিৎকার শুনে ওই সড়কের বাঘা মামার বৈঠক খানা কালভার্ট নামক স্থানে স্থানীয় লোকজন সিএনজি টি আটক করার চেষ্টা করে। ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করলে সিএনজি কোলাপাড়া (বেলাল মিয়ার দোকানের সামনে) রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লালে। পরে ছিনতাইকারীরা সিএনজি রেখে পালিয়ে যাবার চেষ্টা করলে এলাকাবাসী দুই জনকে আটক করে।
সিএনজি চালক মোঃ আব্দুল হানিফ বাদী হয়ে পরশুরাম থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
পরশুরাম মেলাঘর গ্রামের রফিকুল ইসলাম ছেলে আব্দুল আজিজ প্রকাশ নয়ন(২২), বর্তমানে চট্টগ্রাম খুলশী থাকে। বরগুনা পাথরঘাটা থানার মানিকখালী এলাকার সোনা মিয়া মেয়ে আরিফা আক্তার(১৯)। পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা (ইসলাম পুর), নুর ইসলাম মেম্বারের ছেলে আলা উদ্দিন(৪০)। মির্জানগর ইউনিয়ন মনিপুর গ্রামের সেরাজ মিয়ার ছেলে মোঃ হানিফ(৩০)।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত হোসেন মামলা দায়ের ও দুই ছিনতাইকারী আটকের সত্যতা নিষ্চিত করেছেন।