ষ্টাফ রিপোর্টার :
সোনাগাজীতে পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা, স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিনসহ ইউপি সদস্য ও জেলে সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার অন্যান্য সব কয়টি ইউনিয়ন ও পৌরসভায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, সোনাগাজী উপজেলায় ১৪শ নিবন্ধিত জেলে পরিবার রয়েছে। নিবন্ধনের বাইরেও আরও কয়েকশ জেলে পরিবার আছে। সে সব পরিবারকেও নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে। দুই মাস সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকায় সরকারী ভাবে উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার সর্বমোট ১৬শ৪১জন জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পৌরসভার মেয়র চালগুলো সুষ্ঠ ও সুন্দর ভাবে জেলে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন।
উপজেলার মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বলেন, তার ইউনিয়নের ৬৯টি জেলে পরিবারের সদস্যদের মধ্যে গতকাল সকালে ইউপি কার্যালয়ে ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল পারভেজ বলেন, সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলের জন্য সরকারী ভাবে পাওয়া ৬৫ মেট্টিকটন ৬১০ কেজি চাল ইউনিয়ন পর্যায়ের জেলেদের মধ্যে বিতরণের জন্য ইউপি চেয়ারম্যানদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।