ফুলগাজী প্রতিনিধি
শুক্রবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফতেপুর গ্রামে অগ্নিকান্ডে ছাই হয়ে গেছে বিবি জোহরার বসতঘরটি।খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা লিডার মঈনুদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের কর্মী জাহিদুল ইসলাম জানান কিভাবে আগুনের সূত্রপাত হলো তাৎক্ষণিক জানা যায়নি।
ঈদের আর মাত্র কয়েকদিন বাকী থাকতেই সর্বনাশা আগুন যেন সকল আনন্দকেই মুহুর্ত্বেই ছাই করে দিল।এ আগুন হতে ভাত রান্না করার পাতিলও রক্ষা করা যায় নি।এলাকার স্থানীয় মানুষ যখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত সময় পার করছে জোহরা তখন মাথা গোঁজার ঠাঁই খুঁজছে।
খবর পেয়ে মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এসময় স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন উপস্থিত ছিলেন।চেয়ারম্যান নুরুল আমিন জোহরাকে আপদকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য এক বস্তা চাল দিয়েছেন।চেয়ারম্যান নুরুল আমিন এ দুঃসময়ে জোহরার পাশে থাকার জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
এদিকে ইউপি সদস্য জাকির হোসেন জানান,এ রমজানে জোহরার দিনমজুর স্বামী মোস্তফকে তার স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে রাত যাপন করতে হবে।জাকির জানায়, এলাকার স্থানীয় জনসাধারণ ও যুবসমাজ উদ্যোগ জোহরাকে কিছু নগদ অর্থ ও পাতিল ক্রয় করে দেয়া উদ্যোগ নিচ্ছে।
চাইলে আপনারাও এগিয়ে আসতে পারেন,যোগাযোগ করতে পারেন সরাসরি পোড়া বসত বাড়ীতে