ষ্টাফ রিপোর্টার : সোনাগাজীর কুঠিরহাট বাজারে আজ শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হাইকোর্টে নিষিদ্ধ পণ্য জব্দ ও ছয় দোকানীর নিকট থেকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে নেতৃত্বে দেন বিচারিক হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহেল পারভেজ। ভ্রাম্যমান আদালত সূত্রে জানায়, শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহেল পারভেজ কুঠিরহাট বাজার পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি হাইকোর্টে নিষিদ্ধ পণ্য বাজারে দেদারছে বিক্রি হচ্ছে দেখে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে যেসব পণ্য বিক্রির জন্য হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছেন সেসব পণ্য বিক্রি, পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে কুঠিরহাটের করিম স্টোরকে পাঁচ হাজার টাকা, হাজী ষ্টোরকে তিন হাজার টাকা, আবদুর রহমানকে দুই হাজার টাকা, হাজী আবুল বশরকে আট হাজার টাকা, কাশেম ষ্টোরকে ছয় হাজার টাকা ও আলাউদ্দিন শেখকে নয় হাজার টাকা জরিমানা করেন। এ সময় জেলা ভারপ্রাপ্ত সেনেটারি ইনেন্সপেক্টর নুরুল করিম, কুঠিরহাট বনিক সমিতির সভাপতি নুর নবী ও সোনাগাজী থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ জানান, নিষিদ্ধ পণ্য ও ছয় দোকানীর নিকট থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন হাট-বাজারে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।