দিদার মজুমদারঃ ফেনীতে পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে প্রতি বছর গরিব ও মেহনতি মানুষের জন্য একবেলা ভাল খাবারের আয়োজন করে থাকেন গরীবিয়ানা উৎসব উদযাপন কমিটি।সম্প্রতি সময়ে সারা বাংলাদেশে ব্যাপক আলোচিত নুসরাত জাহান রাফির হত্যা কান্ড ঘটনায় দেশে একটি শোকাবহ পরিস্থিতি বিরাজমান করছে।উক্ত ঘটনায় শোক প্রকাশে মাধ্যম হিসেবে প্রতি বছর আয়োজিত গরীবিয়ানা উৎসবটি বয়কট করার সিদ্ধান্ত নেন উৎসব উদযাপনের আয়োজকবৃন্দ।তারা মনে করেন এই উৎসবটি বয়কটের মাধ্যমে শোক প্রকাশ ও প্রতিবাদের অনন্য একটি দৃষ্টান্ত স্থাপন হবে।২০১৭ সালের পহেলা মে বিশ্ব শ্রমিক দিবসে একঝাঁক তরুনদের উদ্যোগে প্রথমবার এই গরীবিয়ানা উৎসবটি পালিত হয়।এই আয়োজনে মেহনতি গরিব দুঃখি শ্রমিক,শিশু,অন্ধ প্রতিবন্ধি,বিদবা নারী ও হিজড়া সম্প্রদায়ের লোকজন এই গরীবিয়ানা উৎসবে অন্তর্ভুক্ত।গরীবিয়ানা উৎসবের অন্যতম সদস্য ফজলুল কাদের চৌধুরী শামিম জানান,আমাদের ফেনী জেলায় প্রতি বছর আয়োজিত গরিবদের জন্য আয়োজিত গরীবিয়ানা উৎসবটি বয়কট করেছি।সম্প্রতি নুসরাত জাহান রাফির হত্যা কান্ডের শোক প্রকাশ করতে আমরা এই উদ্যোগ গ্রহন করি।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্ট উৎসব উদযাপনের সঙ্গে জড়িত সকল সদস্যবৃন্দ।এই সহ আমাদের ৩য় তম আয়োজন ছিল এটি,তবে প্রতিবাদ স্বরুপ আমরা এই বছর আয়োজনটি বয়কট করেছি এবং এর ধারাবাহীকতা রক্ষার্থে সামনের বছর থেকে পূনরায় অব্যাহত থাকবে।