সাধন নাথ ঃ ফেনী সদর উপজেলার তুলাবাড়ীয়া গ্রামে মুহুরী বাড়ীতে গতকাল ২৮ এপ্রিল (রবিবার) দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার সময় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল স্বর্ণালংকারসহ নগদ প্রায় এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্র¯’ পরিবারের সদস্য শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল চন্দ্র পাল জানান, তুলাবাড়ীয়া গ্রামের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সংলগ্ন মুহুরী বাড়ীর মধু পালের বাড়িতে গতকাল ২৮ এপ্রিল (রবিবার) রাত আনুমানিক ৩ ঘটিকার সময় ২০/২৫ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরের কলাপসিবল গেইটের তালা কেটে ও ঘরের দরজা ভেঙ্গে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ঘরে আটকে রাখে এবং সকলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গৃহকর্তা মধু পাল ও বাবুল পালের নগদ প্রায় ১ লক্ষ টাকা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিকট থেকে ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতি করে যাওযার সময় ডাকাতরা সকলের মোবাইল ফোন রেখে যায়। ডাকাতির খবর পেয়ে পরদিন সকালে ¯’ানীয় ইউপি সদস্য নেপাল চন্দ্র শীল, ফেনী মডেল থানা পুলিশ ও ডিবির উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনা¯’ল পরিদর্শন করেন এবং ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, ক্ষতিগ্র¯’ পরিবার মামলা করলে প্রশাসন যথাযথ আইনানুগ ব্যব¯’া গ্রহণ করবেন। পরিবারের সদস্যরা জানান, ২৯ এপ্রিল সন্ধ্যায় তারা ফেনী মডেল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরী করে আসবেন।