সোনাগাজী প্রতিনিধি : ২৭ মার্চ সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানী ও উক্ত ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে না নেয়ায় ৬ এপ্রিল পরীক্ষা কেন্দ্রে রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় পরীক্ষা কেন্দ্রে দায়ীত্বরত পুলিশ সদস্য , মামলার তদন্ত কর্মকর্তা, সোনাগাজী থানার সাবেক ওসি ও ফেনীর এসপির বিরুদ্ধে দায়ীত্বে অবহেলার অভিযোগ উঠে। এ অভিযোগে গত ৯ এপ্রিল ওসি মো. মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়। অভিযোগের বিষয় গুলো তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর । বুধবার বিকেলে তদন্ত দলের প্রধান পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যান) শেখ মো: রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন । তিনি গণমাধ্যমকে জানান, মাদরাসা ছাত্রীর দুটি ঘটনায় দায়ীত্বরত পুলিশ কর্মকর্তাদের ভুমিকা ও দায়ীত্বে অবহলোর বিষয় গুলো সরজেমিনে তদন্ত করেই প্রতিবেদন দেয়া হবে। তদন্তদল উক্ত মাদরাসা , পরীক্ষার হল, ঘটনাস্থল, যাতায়াতের পথ, নুসরাত জাহান রাফির বাড়ী ও মডেল থানা পরিদর্শন করেন। এসময় তদন্তদল নুসরাতের বাবা মাওলানা মো. মুসা. মা শিরিন আক্তার ও দুই ভাইয়ের সাথে কথা বলেন।