দিদার মজুমদারঃ শহরের রাজবাড়িতে সরকারী পিয়ন আবদুল আজিজের কাছে লালিত পালিত হয়ে বড় হওয়া পেয়ারা বেগম তার আসল পিতা মাতার সন্ধান চান।গত ১০ এপ্রিল বুধবার বিকেলে পেয়ারা বেগম আকুল আর্তনাদ নিয়ে সাপ্তাহিক হকার্সকে এ কথা জানান,তিনি বলেন আপনারা আপনাদের পত্রিকা এই হকার্সে তুলে ধরে আমার আসল পিতা মাতার সন্ধান দিতে সহযোগিতা করুন।তিনি আরো জানান ২৬ বছর পূর্বে আমার নিজ পিতা মাতা আমাকে ফেনীর রাজবাড়ির গেইটে একটি ভ্যান গাড়িতে রেখে ফেলে চলে যান।রেখে যাবার সময় রাজবাড়ি গেইট সংলগ্ন একটি দোকানের দোকানদার সিরাজ মিয়া তাহা দেখতে পান।আসরের নামাযের সময় ছিল বলে কিছু বুঝে উঠার আগে তিনি নামাযে চলে যান এবং নামায শেষে ফিরে ছোট্ট বাচ্চাটিকে ভ্যানগাড়িতে কান্নারত অবস্থায় দেখতে পান।দির্ঘ সময় অপেক্ষা করেও যখন বাবা মা কে তিনি দেখতে পেলেন না তখন সিরাজ মিয়া রাজবাড়িতে থাকা সরকারী পিয়ন আবদুল আজিজের নিকট তাকে লালন পালন করার জন্য দিয়ে দেন।তখন থেকে মেয়েটি সেখানে থেকে বড় হন।মেয়েটি কিছুদুর বড় হবার পর লালিত বাবা আবদুল আজিজ এবং মা আমাতুন নেছার নিকট নানান অত্যাচারের ঘটনাও বর্ণনা দেন তিনি।নানা রকম কাজ কর্ম করাতেন এবং অন্যান্য বাসা বাড়িতেও কাজ করতে পাঠাতেন তারা এবং কাজ করে যা টাকা পেতেন তা লালিত বাবা মা ভোগ করতেন।এমতাবস্তায় মেয়েটির ৮ বছর বয়স
অবস্থায় পূর্ব উকিল পাড়া ভূঞা বাড়ির আবদুল হক মেয়েটিকে পিয়ন আবদুল আজিজ থেকে নিয়ে নেন।সেখানে পেয়ারা বেগম ১০ বছর তাদের কাছে পূনরায় লালিত পালিত হন।সেখানে সে তাদের মেয়ের মতই বড় হয়েছে এবং লালিত আবদুল হকের অর্থায়নে মেয়ে পেয়ারা বেগম কে মোঃ রফিক পিতা মৃত এয়াকুব আলি মাতা জয়নব বিবি সাং হুমায়ন ম্যানশন,আরাম বাগ,পেট্রোবাংলা ফেনীর নিকট বিয়ে দেন।পেয়ারা বেগমের এক ছেলে মোঃ তৌহিদ (১৩) ৬ষ্ঠ শ্রেনী ফেনী দারুল ইমাম ক্যাডেট মাদ্রাসা ও এক মেয়ে তাবাচ্ছুম আরা (৫) প্লে তে পেট্রোবাংলা পাবলিক স্কুলে পড়াশুনা করছেন।সাংসারিক জীবনে তিনি স্বামী কর্তৃক ও নানান ভাবে নির্যাতনের স্বীকারে পড়েন।মাঝে মাঝে ঝগড়ার এক পর্যায়ে তাকে ছেড়ে দিবেন মর্মেও হুমকি ধমকি প্রদান করে থাকেন।
তিনি জানান জীবনে অনেক কিছুই পেয়েছি অনেক কিছুও হারিয়েছি এখন আমার শেষ ইচ্ছাটুকু হলো আমার আসল পিতা মাতাকে দেখে যাওয়া।আর সে তার আসল পিতা মাতাকে খুঁজে পেতে সকলের নিকট তিনি সহযোগীতা কামনা করছেন।সনাক্ত করতে ছবিতে হারিয়ে যাবার কিছুদিন পর তোলা ছবি এবং বর্তমান ছবি দেয়া হয়েছে এবং বর্তমানে তিনি হুমায়ন ম্যানশন,আরামবাগ,পেট্রোবাংলা ফেনী এই ঠিকানায় আছেন।