পেয়ার আহাম্মদ চৌধুরী: ফেনীর পরশুরামে পৌরসভা একাদশের আয়োজনে পরশুরাম পৌরসভার সদর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক এনামের সার্বিক পৃষ্ঠপোষকতায় ১২ এপ্রিল শুক্রবার পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় গোল শূণ্য ড্র করে নির্ধারিত সময় শেষ করে। পরে ট্রাইবেকারে অনন্তপুর স্টুডেন্ট ক্লাব কে হারিয়ে বক্মমাহমুদ একাদশ জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে। বিজয়ী দলের হাতে ট্রপি ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি পরশুরাম পৌরসভার মেয়র ও ফেনী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেল। উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও পরশুরাম পৌরসভার সদর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক এনামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজাম্মান ভুট্রু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা পরিষদ সদস্য এম শফিকুল হোসেন মহিম, পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র-২ কামাল উদ্দিন। উপজেলা ছাত্রলীগ এর সদস্য আহাদ চৌধুরী'র সনঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার এসআই রিযাউল জব্বার, পরশুরাম থানা ছাত্রলীগ এর সাবেক সাধারন সম্পাদক আবদুল্লাহ্ আল মামুন, পরশুরাম উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি একরামুল হক চৌধুরী পিয়াস, বর্ণমালা পাঠশালা'র প্রতিষ্ঠাতা সাংবাদিক পেয়ার আহাম্মদ চৌধুরী, কলেজ ছাত্রলীগ এর সভাপতি ইলিয়াছ হোসেন শাহিন, সাধারন সম্পাদক রকিবুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগ এর সভাপতি শাহাদাত হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সোহেল সহ অত্র আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দসহ অন্যান্য ক্ষুদে নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রমীগ লীগের যুগ্ম আহবায়ক আবদু রসুল মজুমদার,। উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন। টুর্নামেন্ট এ পরশুরাম ও ফুলগাজী উপজেলার জেলার ১২ টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠান শুরুতে ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরন করেনেন।