নিজস্ব প্রতিনিধি,
ফেনী সদর উপজেলার ছোট ধলিয়ায় ছোট ফেনী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ও ৩,শত ফুট পাইপ ধ্বংস করেছেন দাগনভুঁইয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ভুঁইয়া । বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ফেনী মোঃ ওয়াহিদুজজামান স্যারের নির্দেশমতে তাৎক্ষণিকভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানের সময় এসি ল্যান্ড ফেনী সদর এর সাথে উপস্থিত ছিলেন, দাগনভুঁইয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ভুঁইয়া মহোদয় ও দাগনভুঁইয়া উপজেলার এসি ল্যান্ড চৈতী সর্ববিদ্যা।
অভিযানের খবর পেয়ে ছোট ধলিয়া গ্রামের ভূঞা বাড়ির তোহিদ ও অরুন পালিয়ে যায়। এ সময় একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় ও আনুমানিক ৩০০ ফুট পাইপলাইন ধ্বংস করা হয়।
অভিযানে পাঁচগাছিয়া ও দানাইকোট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, দাগনভুঁইয়া থানা পুলিশ ও ফেনী জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।