নিজস্ব প্রতিনিধি,
ফেনী পরশুরামের মোঃ আবু সাঈদ কে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি এবং চট্টগ্রামের বিভাগীয় সভাপতি" পদে মনোনয়ন পত্র দেয়া হয়।
পরশুরাম ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবু সাঈদ কে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি এবং চট্টগ্রাম বিভাগের " বিভাগীয় সভাপতি" পদে শনিবার(১৬ মার্চ) মনোনয়ন পত্র দেয়া হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভূক্ত শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করন লিয়াঁজো ফোরামের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম রনির স্বাক্ষরিত এক পত্রে জানা যায় মোঃ আবু সাঈদ কে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় "সহ-সভাপতি" ও চট্টগ্রামের বিভাগীয় "সভাপতি" এবং এমপিওভূক্ত শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করন লিয়াঁজো ফোরামের "উপদেষ্ঠা" পদে মনোনয়ন পত্র দেয়া হয়েছে। সেই সাথে মোঃ আবু সাঈদ কে ফেনী জেলা কমিটি গঠনসহ চট্রগ্রামের বিভাগের সকল "জেলা কমিটি" গঠনের দায়ীত্ব দেয়া হয়। সিনিয়র শিক্ষক মোঃ আবু সাঈদ শিক্ষকতার পাশাপাশি স্থানিয় একাধিক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মোঃ আবু সাঈদ ফেনীর পরশুরাম পৌর এলাকার বাশপদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মোঃ আবু সাঈদ ১৯৯২ সালে পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল একে মাদ্রাসা থেকে ১৯৯৪ সালে আলিম ও ১৯৯৬ সালে ফাজিল পাশ করেন। ১৯৯৮ সালে ফেনী থেকে কামিল ও পরশুরাম সরকারি ডিগ্রী কলেজ থেকে ২০০০ সালে বি.এ. এবং ২০০৪ সালে চট্রগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ থেকে বি.পি.এড ডিগ্রী অর্জন করে ২০১৭ সালে এশিয়া ইউনির্ভাসিটি অফ বাংলাদেশ থেকে ইংরেজী বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।