![ফেনীর ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকা থেকে মিজানুর রহমান (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ফেনীর ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকা থেকে মিজানুর রহমান (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী](http://www.hawkars.com/uploads/images/received_325480298172184.png)
ফেনীর ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকা থেকে মিজানুর রহমান
(৪০) নামে এক কৃষককে ধরে
নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাকে ধরে নেয়ার পর সোমবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে। কোন সুরাহা না হওয়ায় আজ (মঙ্গলবার) পুনরায় পতাকা বেঠকে বসবেন বলে জানিয়েছেন বিজিবির হাবিলদার আবদুল মান্নান।
তিনি জানান, সোমবার বিকালে মিজানুর রহমান ছাগলনাইয়া উপজেলার যশপুর সীমান্তে কাঁটাতারের কাছে গেলে টহলরত বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। মিজানুর রহমান পেশায় একজন কৃষক। তিনি পৌরসভার দক্ষিণ যশপুর কলোনির সুরুজ মিয়ার ছেলে।
এ বিষয়ে ওই দিন বিকালে পাশ্ববর্তী বিজিবির দেবপুর বিওপির নায়েক সুবেদার আরফান আলী ও বিএসএফের ডিআইজি আজমল হায়দারের নেতৃত্বে একটি বৈঠক হয়। বেঠকে কোন সুরাহা না হওয়ায় পরদিন মঙ্গলবার পুনরায় বৈঠকের সিদ্ধান্ত হয়।
বিজিবির নায়েক সুবেদার আরফান জানান, উভয় পক্ষের বৈঠকে তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আজ মঙ্গলবার ফের পতাকা বৈঠক করা হবে।