উদ্বোধনী খেলায় স্বাগতিক ফেনী জেলা দলের মুখোমুখি হয় ব্রাক্ষ্মনবাড়িয়া জেলা দল। খেলা ১-১ গোলে ড্র হয়।
ভিও
রবিবার বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে রঙ-বেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম নিজামীর সভাপতিত্বে স্বাগতিক ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান ছাড়াও বিভাগের অপর ১০ জেলা প্রশাসক এবং ফেনী জেলার প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্যগণ ছাড়াও শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলার প্রথম রাউন্ডের আজকের খেলার শুরুর প্রথম মিনিটেই ফেনী জেলা দলের ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মিনহাজুল ইসলামের দেয়া গোলে এগিয়ে যায়। কিন্তুু তাদের সেই এগিয়ে থাকাটা বেশি সময় স্থায়ী হতে দেয়নি তাদের প্রতিপক্ষ ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। পরের মিনিটেই তাদেরও দলের ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সোহরাব হোসেন মামুন গোল করে দলকে সমতায় ফিরায়। জয়ের জন্য মরিয়া উভয় দলই পুরোটা সময়ে পাল্টাপাল্টি একাধিক আক্রমন করেও গোলের দেখা পায়নি কেউই। ফলে ১ - ১ এর সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ২২ দিনব্যাপী এ টূর্ণামেন্টে চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয় দল ছাড়াও বিভাগের ১১টি জেলা দল অংশগ্রহণ করার কথা রয়েছে। আগামীকাল একই সময় এই ভেনুতে চট্টগ্রাম জেলা দলের মুখোমুখি হবে রাঙামাটি জেলা দল।