দিদার মজুমদারঃ ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায় স্থাপিত মানবতার ঘরে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় দুই শতাধিক অসহায় পথশিশু ও অসহায় মানুষদের খাবার প্যাকেট এবং জামা কাপড় বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন দাগনভূঁইয়া পৌর মেয়র ও ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন এর উপদেষ্টা জনাব ওমর ফারুক খাঁন,উপস্থিত ছিলেন দাগনভূঁইয়া ইকবাল মেমোরিয়াল কলেজের প্রভাষক ও ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন এর উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন এর সভাপতি মোঃ আব্দুল হান্নান,প্রতিষ্ঠাতা সদস্য সোহরাওয়ার্দী হৃদয় প্রতিষ্ঠাতা সদস্য অনিক ভূঁইয়া,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসাইন আশিক,অর্থ সম্পাদক নুর করিম মুন্না,শাহ জালাল সুজন,খন্দকার তনয়, আত্তারিকুল ইরফান আয়ন, মেহেদী হাসান দীপ্ত,রাকিবুল হাসান রুমন,হাসান সুজন,বাপ্পী,মোঃ খোকন,গোলাম হায়দার আসিফ,আব্দুল্লাহ ইবনে নির্ঝর, মাহির।দিনের দ্বিতীয় ভাগে দুপুর ২.৩০ মিনিট থেকে "ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়" ক্যাম্পেইন করা হয়, ক্যাম্পেইনে প্রায় দেড় শতাধিক লোকের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন এর সভাপতি মোঃ আব্দুল হান্নান,প্রতিষ্ঠাতা সদস্য অনিক ভূঁইয়া,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসাইন আশিক, অর্থ সম্পাদক নুর করিম মুন্না,শাহ জালাল সুজন, খন্দকার তনয়,আত্তারিকুল ইরফান আয়ন,মেহেদী হাসান দীপ্ত,রাকিবুল হাসান রুমন, মাসুদ রানা,নাজমুল হাসান বাপ্পী,গোলাম হায়দার আসিফ।