ফেনীতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান পুলিশ সদস্যরা। ফেনী জেলা পুলিশ বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার (২৮জানুয়ারী) ফেনী পুলিশ লাইনে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির,অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডিএসবি) মোঃ আমিনুল ইসলাম , ফেনী এসপি হেড কোযার্টার খালেদ হোসেন । স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের প্রধান সমস্বয়ক মঞ্জিলা আক্তার মিমি প্রমূখ। রক্তদান করেন ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী, ফেনী ডিআইওয়ান শাহিনুজ্জামানসহ ৩০ জন পুলিশ সদস্য। উল্লেখ্য নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার (২৭ জানুয়ারী) থেকে ফেনীতে পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ । জেলা পুলিশ বিভাগ জানায়, এ রক্ত জয়নাল আবেদিন ব্লাড ব্যাংক এবং ফেনী আধুনিক সদর হাসপাতালে এ সংরক্ষণ করা হবে এবং পরবর্তী সময়ে সেখান থেকে যে কেউ তার প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করতে পারবে ।