ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হলেন মোহাম্মদ সাজেদুল ইসলাম। গত ১৫ জানুয়ারি ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার স্বাক্ষরিত এক আদেশে তিনি এ পদে দায়িত্ব নিলেন।
জানা গেছে, ২০০৬ সালে উপ-পরিদর্শক পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন মোহাম্মদ সাজেদুল ইসলাম। কর্মজীবনের প্রথম ঢাকায় এসবিতে পোস্টিং হয়। এরপর এমিগ্রেশন পুলিশের বদলি হন তিনি। ২০০৯ সালে কুমিল্লার মুরাদনগর থানায় উপ-পরিদর্শক পদে যোগদান করেন। পরবর্তীতে ২০১২ সালে দাউদকান্দি থানায়, ২০১৪ সালে দাগনভূঞা থানায় ও ২০১৫ সালে চান্দিনা থানায় সেকেন্ড অফিসার হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করে হবিগঞ্জের মাধবপুর থানায় ওসি (তদন্ত) পদে বদলি হন। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর ফেনী মডেল থানার ওসি (অপারেশন) পদে মোহাম্মদ সাজেদুল ইসলাম যোগদান করেন। তাঁর কর্মতৎপরতায় সন্তুষ্ট হয়ে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার তাঁকে গত ১৫ জানুয়ারি ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব প্রদান করেন।
অত্যন্ত চৌকস পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হন।
তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগরে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।