সোনাগাজী প্রতিনিধি :
আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০১৯ সালের এসএসসি পরীক্ষা নকল ও প্রশ্নফাঁসমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদনের লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরি্ষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্ততি সভায় বক্তব্য রাখেন সোনাগাজী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও. এসএম সিরাজ উদ-দৌলাহ, সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, আহম্মদপুর নূরনবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাঈন উদ্দিন, সোনাগাজী আলহেলাল একাডেমীর প্রধান শিক্ষক মো. আবদুল হক, বিষ্ণুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, মতিগঞ্জ আরএম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বখতার মুন্সি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. নূরুল আবছার, ছাড়াইতকান্দি হোছাইনিয়া মাদ্রাসার সুপারেনটেনডেন্ট এবং কাটাখিলা মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাও. মোশাররফ হোসেন প্রমূখ।
সভায় প্রশ্নফাঁস ঠেকাতে গুজবের বিষয়, নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদন এবং যানজটের বিষয়ে ব্যাপক আলোচনা হয়।