লোকমান বিএসসি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বৃহৎ দুই জোট মহাজোট মনোনীত প্রার্থী জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার (নৌকা) ও ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনীত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু'র (ধানেরশীষ) সাথে সরব আলোচনায় রয়েছেন আপেল প্রতিকের সতন্ত্র প্রার্থী জেলা আ'লীগের সদস্য ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আবদুল্লাহ। প্রতিদিনই সরব প্রচারণায় ব্যস্ত তিন প্রার্থী। নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে করছেন শোডাউন। তিন প্রার্থীই জয়ের ব্যপারে আশাবাদী। তবে ঐক্যফ্রন্ট প্রার্থী রফিকুল আলম মজনু ফুলগাজীতে সাংবাদিকদের একাংশের সাথে মত বিনিময়ে অভিযোগ করেন যে সরকার দলীয় লোকজন তার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়- ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া, এ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী -১ আসন। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৭১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৪ হাজার ৮৬৬ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৮৬৯ জন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ী ফুলগাজীতে হওয়ায় এ আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। ১৯৯১ সাল থেকে একটি নির্বাচন বাদে প্রতিটি নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হন খালেদা জিয়া। কিন্তু এবার তিনি নির্বাচন করতে পারছেন না। ফলে এ আসনে বিএনপি/ ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন পান রফিকুল আলম মজনু। এ আসনে নির্বাচনী মাঠে আরও রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী অধ্যাপক কাজী নুরুল আলম (মোমবাতি), বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী আনোয়ার উল্লাহ ভূইয়া (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফ মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল (টেলিভিশন), গনফোরাম মনোনীত প্রার্থী এটিএম গোলাম মাওলা চৌধুরী (উদীয়মান সূর্য) ও বাংলাদেশ মুসলীম লীগ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম (হারিকেন)।