ইয়াছির আরাফাত রুবেল/ জনগণ এখন ধানের শীষের পক্ষে নেই,চারিদিকে নৌকার জোয়ার চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে ফেনীর দাগনভূঞা - বসুরহাট সড়কের কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশে নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। আগের নির্বাচনগুলোতে যে পরিবেশ ছিল তার চাইতেও বেশি সুন্দর পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন,ডঃ কামাল হোসেন শহীদ বুদ্ধিজীবী দিবসে সাংবাদিকদের সাথে যে ব্যবহার করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়।তিনি যে এতো নিচে নামতে পারে তা আমার জানা ছিলো না। তিনি যে খামোশ বলেছেন এটা তো পুরাতন পাকিস্তানি ভাষা।তিনি এই কথা বলে প্রমাণ করলেন তারা এখনো পাকিস্তানের দোসর। বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা হচ্ছেন ডঃ কামাল হোসেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন,সারাদেশে নৌকার জোয়ার দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেসামাল হয়ে গেছে।তারা এখন আবোল-তাবোল বকছে।তাদের মুখের বিষ তীব্র হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ঐক্যফ্রন্ট দায়ী। তারা নিজেরা নিজেরা মারামারি করে নিউজের বিষয় হতে চাচ্ছে। এসময় দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন,দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন,দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খানসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।