
ইয়াছির আরাফাত রুবেল
ফেনীর ছাগলনাইয়া বাজার জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মহাজোট মনোনীত প্রার্থী ফেনী-১ আসনে শিরীন আখতারকে নৌকা প্রতীকে বিজয়ী করতে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের মহাজোট মনোনীত প্রার্থী,জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন,ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোঃ মোস্তফা, ফেনী জেলা জাসদ সভাপতি মোঃ আবদুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার বলেন,যারা এতিমের টাকা মেরে খায় তারা জনগণের বন্ধু নয়।তাদেরকে জনগণ ভোট দিবে না।
বিএনপি মিথ্যা প্রলাপ বকছে,খালেদা জিয়ার সাজা দিয়েছে আদালত,এতে আওয়ামীলীগের কোন হাত নেই।
তিনি আরো বলেন,যারা মহাজোটের সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা অতিসত্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে নির্বাচন থেকে সরে এসে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করুন।