"নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে" এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ফেনী জেলা শাখার অায়োজনে যক্ষ্মারোগী সনাক্তকরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফেনী জেলা শাখার নাটাব সভাপতি অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির অালোচনা করেন, ফেনী বক্ষ্যব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডাঃ মীর ইফত্তেখার মোস্তাফিজ, নাটাব ফিন্ড সুপার ভাইজার বিচিত্র চন্দ্র দাসের পরিচালনায় মত বিনিময় সভায় আলোচকগন যক্ষ্মারোগ সনাক্তকরণ, যক্ষ্মারোগ থেকে দূরে থাকার উপায় ও প্রতিরোধ বিষয়ে
ফেনী জেলার কর্মরত উপস্থিত সাংবাদিকের সাথে মত বিনিময় করেন।এবং যক্ষ্মারোগ নিয়ে নাটাবের সচেতন মূলক কার্যক্রম তুলে ধরার আহবান জানান।মতবিনিময় সভায় ফেনী জেলার বিভিন্ন সাংবাদিকের সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিথ ছিলেন।