ইয়াছির আরাফাত রুবেল
ফেনীর উপকুলীয় উপজেলা সোনাগাজীর প্রান্তিক জনপদের অসহায়-দরিদ্র মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। শনিবার (০৮ ডিসেম্বর) উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিন পূর্ব চর চান্দিয়া আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগীতায় উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, সার্জারী, শিুশু ও ডায়াবেটিস রোগের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক প্রায় ৯ শতাধিক রোগীকে সিকিৎসা সেবা ও ঔষধ প্রধান করেছেন।
জেলা সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে উক্ত মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
স্বেচ্ছাসেবী সংগঠন সহায় সদস্য সাংবাদিক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএম) ফেনী জেলা সাধারণ সম্পাদক ডাঃ সাহেদুল ইসলাম কাউসার, ফেনী প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ আবু তাহের ভ’ইঁয়া, ৬ নং চর চান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র উপদেষ্টা মাহিনুর জাহান লাবনী।
এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ, সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র প্রধান সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমি।
এছাড়াও বক্তব্য রাখেন সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি শেখ আবদুল হান্নান, প্রথম আলোর প্রতিনিধি আমজাদ হোসেন নাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য তোতা মিয়া, আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দাস প্রমূখ।
মেডিক্যাল ক্যাম্পটি বাস্তবায়নে বিশেষ সহযোগীতায় ছিলেন স্কয়ার ফার্মাসিটিক্যাল ও ইনসেফটা ফার্মসিটিক্যাল লিমিটেড।