ফেনীর মনোনয়ন যাচাই বাছাইয়ের সর্বশেষ ফেনীর ৩টি আসনে ৭টি মনোনয়ন বাতিলের পর বৈধ রয়েছে ২৭টি।
সকালে ও বিকেলে দুই দফা অধিবেশন শেষে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রসাশক মো: ওয়াহিদুজ্জামান এ ঘোষণা দেন। সকালে যাচাই- বাছাই কমিটির প্রথম অধিবেশনে ফেনী-১ আসনের আবেদন গুলি যাচাই-বাছাই কাজ শুরু হয়। ১৩টি মনোনয়ন পত্রের আদেশ দেয়ার পর ১৪তম আবেদনটি বেগম খালেদা জিয়ার। রিটানিং অফিসার মনোনয়ন পত্র টিতে কাগজ-পত্র সঠিক পাওয়া গেলেও সভায় বিভিন্ন সংস্থার কাছে কোন আপত্তি আছে কিনা জানতে চাওয়া হয়। তখন পুলিশের পক্ষ থেকে ডিএসবি ডিআইওয়ান ইনেসপেক্টর শহিনুজ্জামান জানান- খালেদার জিয়ার বিরুদ্ধে ২ টি মামলায় ৭ ও ১০ বছর সাজা রয়েছে মর্মে কাগজ রয়েছে। পরে জেলা রিটানিং অফিসার গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ ৭২ এর ১৪ ধারার বিধান মতে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটি বাতিল করেন।এছাড়াও এআসনে বিএনপি মনোনয়নপত্র না থাকায় নুর আহম্মদ মজুমদার,ভূয়া ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর দেয়ায় স্বতন্ত্র আবুল বশর চৌধুরী ও মিজানুর রহমানের মনোনয়নও বাতিল করেছে রিটার্নিং অফিসার।দুপুর সাড়ে ১২টায় ফেনী-০২ আসনে দাখিলকৃত ৬টি মনোনয়ন পত্রই ঘোষণা করা হয়। এদিকে বিকেলে ফেনী ৩ আসনে ঋণ খেলাপির কারণে বিএনপির আবদুল লতিফ জনি, ভূয়া ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হাসান আহমেদ ও আনোয়ারুল কবির রিন্টুর মনোনয়নও বাতিল করেছে রিটার্নিং অফিসার।
সকালে ও বিকেলে দুই দফা অধিবেশন শেষে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রসাশক মো: ওয়াহিদুজ্জামান এ ঘোষণা দেন। সকালে যাচাই- বাছাই কমিটির প্রথম অধিবেশনে ফেনী-১ আসনের আবেদন গুলি যাচাই-বাছাই কাজ শুরু হয়। ১৩টি মনোনয়ন পত্রের আদেশ দেয়ার পর ১৪তম আবেদনটি বেগম খালেদা জিয়ার। রিটানিং অফিসার মনোনয়ন পত্র টিতে কাগজ-পত্র সঠিক পাওয়া গেলেও সভায় বিভিন্ন সংস্থার কাছে কোন আপত্তি আছে কিনা জানতে চাওয়া হয়। তখন পুলিশের পক্ষ থেকে ডিএসবি ডিআইওয়ান ইনেসপেক্টর শহিনুজ্জামান জানান- খালেদার জিয়ার বিরুদ্ধে ২ টি মামলায় ৭ ও ১০ বছর সাজা রয়েছে মর্মে কাগজ রয়েছে। পরে জেলা রিটানিং অফিসার গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ ৭২ এর ১৪ ধারার বিধান মতে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটি বাতিল করেন।এছাড়াও এআসনে বিএনপি মনোনয়নপত্র না থাকায় নুর আহম্মদ মজুমদার,ভূয়া ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর দেয়ায় স্বতন্ত্র আবুল বশর চৌধুরী ও মিজানুর রহমানের মনোনয়নও বাতিল করেছে রিটার্নিং অফিসার।দুপুর সাড়ে ১২টায় ফেনী-০২ আসনে দাখিলকৃত ৬টি মনোনয়ন পত্রই ঘোষণা করা হয়। এদিকে বিকেলে ফেনী ৩ আসনে ঋণ খেলাপির কারণে বিএনপির আবদুল লতিফ জনি, ভূয়া ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হাসান আহমেদ ও আনোয়ারুল কবির রিন্টুর মনোনয়নও বাতিল করেছে রিটার্নিং অফিসার।