ইয়াছির আরাফাত রুবেল
ফেনী পৌরসভার ১৮নং ওয়ার্ড রামপুরে উন্নয়ন কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভা আজ ২৭ অক্টোবর শনিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পিপি এড. হাফেজ আহাম্মদ। মতবিনিময় সভার পূর্বে পৌরসভার বিভিন্ন মসজিদ, মন্দির, ব্যবসায়ী সংগঠন ও ১৮নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নিজাম উদ্দিন হাজারী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের। প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। আমি ফেনীর সন্তান, রামপুর ফেনীরই একটি অংশ। রামপুরের উন্নয়নে আমি সব সময় সচেষ্ট। রামপুরের যেই আমার কাছে সহযোগিতা চাইবে আমি তাকেই সহযোগিতা করবো। সে বিএনপি বা আওয়ামীলীগ যে দলেরই হোক। আমার কাছে সবাই সমান। তিনি ফেনী পাগলামিয়ার মাজার কমপ্লেক্সে নতুন টয়লেট স্থাপনের জন্য ১৩ লক্ষ টাকা ও রামপুর নূরীয়া হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে নতুন টয়লেট স্থাপনের জন্য ১৩ লক্ষ টাকাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১১টি মসজিদের জন্য প্রতিটির ২ লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা দেন। রামপুর সওদাগর বাড়ীর পুকুর পাড়ের সৌন্দয্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করেন। পরে পাটোয়ারী বাড়ি পারিবারিক কবরস্থানের বাউন্ডারি ও গেইটের ফলক উন্মোচন করেন। উল্লেখ্য, প্রধান অতিথি ফেনী পাগলামিয়ার মাজার কমপ্লেক্সে নতুন টয়লেট ও রামপুর নূরীয়া হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে এর নতুন টয়লেট স্থাপনের কাজ আগামী কাল ২৮ অক্টোবর থেকে শুরু করার নির্দেশ দেন। মতবিনিময় সভায় পৌর মেয়র হাজী আলাউদ্দিন পৌরসভায় উন্নয়ন কর্মকান্ডের কথা পৌরবাসীর নিকট তুলে ধরেন।