ইয়াসির আরাফাত রুবেল
"মা ইলিশ রক্ষা পেলে ইলিশ আসবে জাল ভরে" এই স্লোগানে ফেনী জেলা মৎস্য অধিদপ্তেরের আয়োজনে আজ রবিবার বিকালে সোনাগাজীর বড় ফেনী নদীর উপকূলীয় চরখোন্দকার গ্রামের জলদাস পাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৮ উপলক্ষে স্থানিয় জেলেদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও ফেনী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা জামানের সঞ্চালনায় উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা ,সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল পারভেজ, সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী মফিজ উল্যাহ দাগনভূঞা উপজেলা মৎস কর্মকর্তা আফরোজা সুলতানা, ফুলগাজী উপজেলা
মৎস কর্মকর্তা উজ্জল বনিক, সোনাগাজী উপজেলা মৎস্য প্রজনন খামারের ব্যবস্থাপক হাসানুল হক,সদর উপজেলা খামার ব্যবস্থাপক সোহেল আহমদ।
বক্তব্য রাখেন সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আরেফিন,চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, স্থানিয় ইউপি সদস্য নুরুন্নবী তোতা, মোঃ সফি প্রশাক চুট্টু মহাজন, মৎসজীবি নেতা গুণধর জলদাস, প্রিয় লাল জলদাস ।
ইলিশের প্রজনন বাড়াতে ০৭অক্টোবর থেকে ২৮অক্টোবর পর্যন্ত সব ধরনের ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুদ, ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে সব ধরনের ইলিশ ধরতে নিষেধ করেছেন জেলা প্রশাসক। যদি এ নিষিদ্ধ সময়ের মধ্যে কেউ ইলিশ ধরে বা বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ সময়ের মধ্যে জেলেদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাউল বিতরণ করা হবে। উক্ত সময়ের মধ্যে বিভিন্ন এনজিও গুলো জেলেদের কাছ থেকে যেন ঋণের কিস্তি না গ্রহন করে সে ব্যাপারে স্থানীয় জেলেরা জেলা প্রশাসকের কাছে দাবি জানান।