এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর (শনিবার) ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী মানবিক ও সামাজিক সংস্থা ‘সহায়’।
সোমবার (০১অক্টোবর) দুপুরে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এ মেডিকেল ক্যাম্পের প্রচারনার অানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রসাশক মো: ওয়াহিদু্জামান ও জেলা সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির।
এসময় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, দেশে প্রতিবছর দেশে পাঁচ হাজার শিশু ঠোঁট কাটা, তালু কাটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। ফেনীতে এ সেবা মিলছে এটি একটি সুখবর। এমন মহতী উদ্যোগ প্রশংসার দাবীদার।
সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির বলেন, যেহেতু এ ধরনের চিকিৎসা অপ্রতুল সেকারণে ফেনীর এই কার্যক্রমের শুরু থেকেই আমার পক্ষ থেকে আন্তরিক সহোযোগীতা ছিল এবং তা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।
রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের হট লাইন ০১৮৫৮-৭৭৭২৫০ নাম্বারে।
আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেন ইউএস এর অর্থায়নে বিএসারএম ও চাইল্ড হেলথ এওয়ারনেস ফাউন্ডেশন এর সহযোগীতায় ওই দিন সকাল থেকে চিকিৎসা প্রধান করবেন আমেরিকার হার্ভার্ড মেডিকেল থেকে প্রশিক্ষন প্রাপ্ত শিশু-কিশোর প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ বি.কে দাস (বিজয়)।