দিদার মজুমদারঃ
ফেনীতে সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে নিম্ম আয়ের শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে।তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ তখন সামাজিক সংঠনটি নিম্ম আয়ের শ্রমজীবীদদের মাঝে একটি ব্যাতিক্রমধর্মী আয়োজন করেছে।তারা মনে করেন নিম্ম আয়ের শ্রমজীবী যেমন রিক্সা চালক,ভ্যান চালক,কুলি,নসিমন,সিএনজি চালকরা প্রচন্ড গরম মাথায় রেখে কাজ করে চলেছেন এবং তারাই বেশি কষ্টে পড়েছেন।চট্টগ্রাম ও ঢাকায় বৃষ্টি হলেও ফেনীতে বৃষ্টি হয়নি। বরং গরমের মাত্রা বেড়ে গেছে। ঠিক এই সময়ে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে ফেনীর পরিচিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের মানব সম্পদ কর্মকর্তা জনাব আরিফ হাসনাতের স্বভাপতিত্বে এবং জনাব বেলায়েত হোসেন বাসেতের ব্যবস্থাপনায় ফেনীর ব্যস্ততম সড়ক কদল গাজী রোড ও রেল গেট এলাকায় প্রায় অর্ধ সহস্র শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যলাইন বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ফেনী পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মজিবুল হক, তারুন্যের বন্ধনের সভাপতি জনাব নুর নবি হাসান, রোটারেক্ট ক্লাব অব ফেনী সরকারি কলেজের সভাপতি ওসমান গনি রাসেল, বন্ধুত্বের বন্ধন এর সভাপতি আব্দুল কাইয়্যুম রাজ, নোমান,মারুফ,তোহা,মিজান,ফাহিমসহ ফেনীর বেশ কিছু সেচ্ছাসেবী।