দিদার মজুমদারঃ- ফেনীতে গত ৯ই আগষ্ট জাতীয় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে এবং তারই ধারাবাহীকতায় ফেনী সদর উপজেলার ইউনিয়ন গুলোতেও স্মার্টকার্ড বিতরণ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে।জানা যায় আগামী ২৭ সেপ্টেম্বর পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আগামী ১৪ জানুয়ারী ধলিয়া ইউনিয়ন পরিষদ স্মার্টকার্ড বিতরণের মধ্য দিয়ে শেষ স্মার্টকার্ড ববিতরণ কার্যক্রম।ফেনী সদর উপজেলার ১৮টি ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ শেষ হবে আগামী ২৬শে সেপ্টেম্বর এর পর পরই শুরু হবে ইউনিয়ন পরিষদ গুলোতে জাতীয় স্মার্টকার্ড বিতরণ।স্মার্টকার্ড গ্রহনের পর এই স্মার্টকার্ড সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিতে বললেন ফেনী সদর উপজেলার নির্বাচন অফিসার আফরোজা পারভিন।তিনি বলেন স্মার্টকার্ড গ্রহন করার পর যেখানে সেখানে না রেখে যথাস্থানে সংরক্ষন করার জন্য অনুরোধ জানিয়েছেন।স্মার্টকার্ড প্লাস্টিক বক্সে সংরক্ষণ করা যাবেনা,এতে করে স্মার্টকার্ডের মাইক্রো চিপস টি নষ্ট হয়ে যাবে ফলে এই স্মার্টকার্ডটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে।কেউ যদি স্মার্টকার্ড হারিয়ে ফেলেন কিংবা নষ্ট করে ফেলেন সে ক্ষেত্রে আপাতত নতুন ভাবে জাতীয় স্মার্টকার্ড দেয়া হবে না,তাই সংরক্ষণের বিষয়ে সকলকে তিনি সচেতন থাকারও আহবান জানিয়েছেন।ইউনিয়ন পরিষদ গুলোতে স্মার্টকার্ডে এর সময় সূচি গুলো হলোঃ-পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদে ২৭ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর,শর্শদি ইউনিয়ন পরিষদে ০৯ অক্টোবর থেকে ১৯শে অক্টোবর,ধর্মপুর ইউনিয়ন পরিষদে ২০ অক্টোবর থেকে ২৫শে অক্টোবর,কাজিরবাগ ইউনিয়ন পরিষদে ২৭শে অক্টোবর থেকে ১লা নভেম্বর,কালিদহ ইউনিয়ন পরিষদে ০৩ নভেম্বর থেকে ১০ই নভেম্বর,মোটবী ইউনিয়ন পরিষদে ১১ নভেম্বর থেকে ২৯শে নভেম্বর,ফাজিলপুর ইউনিয়ন পরিষদে ০২রা ডিসেম্বর থেকে ১০শে ডিসেম্বর,ফরহাদনগর ইউনিয়ন পরিষদে ১২ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর,ছনুয়া ইউনিয়ন পরিষদে ২০ ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর,লেমুয়া ইউনিয়ন পরিষদে ২৯শে ডিসেম্বর থেকে ০৫ই জানুয়ারী এবং সর্ব শেষে ধলিয়া ইউনিয়ন পরিষদে ০৭ই জানুয়ারী থেকে ১৪ই জানুয়ারী পর্যন্ত এই স্মার্টকার্ড বিতরণের কার্যক্রম চলবে।